মন্ত্রীরা নজরদারিতে রয়েছেন: পরিকল্পনামন্ত্রী

মন্ত্রীরা প্রধানমন্ত্রীর নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।  

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 03:32 PM
Updated : 27 Jan 2019, 03:48 PM

রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সুনামগঞ্জ উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের সভায় জানিয়েছেন, আমরা সবাই নজরদারিতে আছি।

“মন্ত্রীরা প্রধানমন্ত্রীর বাড়তি নজরদারিতে রয়েছেন; কিন্তু আমাদের নজরদারি খুবই দুর্বল। আমাদের নজরদারি বাড়াতে হবে।”

নজরদারি যদি না করা হয় তাহলে দুর্নীতি হবে, বলেন মন্ত্রী মান্নান।

মন্ত্রী আরও বলেন, “সুনামগঞ্জে রেল লাইন অবশ্যই হবে। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন আমার জীবদ্দশায় হবে। আমরা কাজটা শুরু করে এগিয়ে দিয়ে যাব।”

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষণা আছে- যেসকল জেলায় বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই সে সকল জেলায় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

“নতুন শিক্ষামন্ত্রীর সাথে প্রাথমিক কথা বলেছি। আমি চাপ অব্যাহত রাখব।”

হাওরের কাজে গাফিলাতি না করে সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মান্নান।  

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন আশুতোষ দাশ প্রমুখ।