পিরোজপুরে ফর্কলিফট নদীতে পড়ে চালক নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বেড়িবাঁধের ব্লক বহনের সময় ফর্কলিফট নদীতে পড়ে এর চালক নিহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2019, 11:19 AM
Updated : 26 Jan 2019, 11:19 AM

ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, উপজেলার নদমুলা গ্রামে কঁচা নদীতে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চপল হালদার (২৩) উপজেলার চরখালী গ্রামের সন্তোষ হালদারের ছেলে। বেড়িবাঁধ নির্মাণের সিইআইপিএ প্রকল্পে ৩৯/২সি ফোল্ডারে ব্লক তৈরির কারখানায় ফর্কলিফট চালানোর কাজ করতেন তিনি।

ব্লক শ্রমিক মনিরুজ্জামান ঘটনার প্রত্যক্ষ্যদর্শী জানিয়ে বলেন, চপল তার ফর্কলিফটে ব্লক লোড দিয়ে পেছন ফেরার সময় আরেকটি ফর্কলিফট তাকে ধাক্কা দেয়। চপল ফর্কলিফটসহ নদীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা চেষ্টার পর বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে তল্লাশি চালিয়ে চার ঘণ্টা পর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জিডি হয়েছে জানিয়ে ওসি শাহাবুদ্দিন বলেন, অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।