রংপুরে ২ ‘জেএমবি’ সদস্য আটক

রংপুরে অভিযান চালিয়ে জেএমবির সন্দেহভাজন দুই সক্রিয় সদস্য আটক করেছে র‌্যাব।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2019, 08:42 AM
Updated : 26 Jan 2019, 08:43 AM

র‌্যাব ১৩-এর সহকারী পরিচালক আহসান হাবীব জানান, শুক্রবার কোতোয়ালি থানার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার পানিহারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজিজুল ইসলাম ওরফে সালেহী (৩০) ও রংপুর সদর উপজেলার পীরজাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে শাহনেওয়াজ ইসলাম ওরফে নিশাত (২৬)।

র‌্যাব কর্মকর্তা আহসান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এই দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেনে, লোকজনকে ভুল ব্যাখ্যা দিয়ে অর্থসাহায্য নিয়ে তারা সংগঠন চালানোর কাজ করছিলেন। এছাড়া এলাকাভিত্তিক নতুন সদস্য সংগ্রহ, সদস্যদের তথ্য সংরক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য পরিকল্পনা করতেন এই দুইজন। সারাদেশে তাদের নানা ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে।”

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।