সড়কের কাজে ‘অনিয়ম’, ক্ষুব্ধ এলাকাবাসী

জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা-সাধুপুর বাজার সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 05:19 PM
Updated : 24 Jan 2019, 05:20 PM

এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ওই সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এরপর ক্ষুব্ধ এলাকাবাসী এলজিইডি কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন।

মেলান্দহের চর পলিশা উত্তরপাড়া এলাকাবাসীর অভিযোগ, চরপলিশা আর এইচ ডি সড়ক থেকে সাধুরপাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক নির্মাণে ৭৪ লাখ ২৬ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে  দরপত্র আহবান করে এলজিইডি। সড়কের মেরামত কাজ পায়  ঠিকাদারী প্রতিষ্ঠান নিসার এন্টারপ্রাইজ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আহসান হাবিব সুজন, শিক্ষক হাসানুজ্জামান সোহাগ ও বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, মেলান্দহের চরাঞ্চলের বিপুল জনগোষ্ঠী এ সড়ক দিয়ে চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়কটির মেরামত কাজ খুবই নিন্মমানের হয়েছে। পা দিয়ে হেটে যেতেই সড়কের সিলকোট উঠে পড়ছে।

তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ তোলেন এবং পুনরায় সড়ক মেরামতের দাবি জানান।

ঠিকাদারী প্রতিষ্ঠান নিসার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী জনি ফারুকী বলেন, “সড়কটির কিছু কিছু জায়গায় কাজের মান খারাপ হয়েছে। সেসব জায়গায় পুনরায় মেরামত করা হবে।”

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, চরপলিশা আর এইচ ডি সড়ক থেকে সাধুরপাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক নির্মাণে কাজের মান খারাপের লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে দেখছে এলজিইডি।

নিন্মমানের কাজ হলে ঠিকাদারী প্রতিষ্ঠানসহ এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।