চরফ্যাশনের সেই ইউপি সদস্য গ্রেপ্তার

মুরগি চুরির অভিযোগ তুলে এক কিশোরকে পেটানোর ঘটনায় সমালোচিত ভোলার চরফ্যাশনের ইউপি সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 07:28 PM
Updated : 23 Jan 2019, 07:28 PM

উপজেলার শশীভূষণে মুরগি চুরির অভিযোগে ১৪ বছর বয়সী ওই কিশোরকে বেঁধে প্রকাশ্যে পেটানোর ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর আমজাদসহ ৬ জনের বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি মামলা হয়।

ওই মামলার ৪ নম্বর আসামি বাবুল মাঝিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আমজাদকে বুধবার সন্ধ্যায় চরফ্যাশন বাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে শশিভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমজাদ মেম্বারকে আজ সন্ধ্যায় আটক করা হয়েছে। আগামীকাল কোর্টে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।”

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে কিশোর নির্যাতনের ওই ঘটনা ঘটে গত বছরের ১৫ নভেম্বর। কিন্তু নির্যাতনকারীরা প্রভাবশালী বলে ওই কিশোরের পরিবারের মামলা করার সাহস হচ্ছিল না বলে স্থানীয়দের ভাষ্য।

সম্প্রতি নির্যাতনের ভিডিওটি ফেইসবুকে আলোচনার জন্ম দিলে এলাকার লোকজনের সহায়তায় ওই কিশোরের মা থানায় মামলা করেন।

নির্যাতিত কিশোরের বাড়ি যে ওয়ার্ডে, মামলার আসামি জাহাঙ্গীর ফরাজী সেই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।