রাজশাহীর উন্নয়নে আগ্রহ প্রকাশ চীনের

রাজশাহী নগরীর বিভিন্ন খাতে উন্নয়ন কাজে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 04:21 PM
Updated : 23 Jan 2019, 04:21 PM

বুধবার নগরভবনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি তার দেশের এ মনোভাবের কথা জানান।

রাজশাহীতে কৃষি, শিল্প, নগর পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়নে সহযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ঝ্যাং।

ছবি: গুলবার আলী জুয়েল

ছবি: গুলবার আলী জুয়েল

মতবিনিময়কালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, “রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এ অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য ও ফল উৎপাদন হয়। সেজন্য কৃষিখাতসহ, গার্মেন্টস ও শিল্পায়নে বিনিয়োগের অনুরোধ করছি।”

এছাড়া মেয়র নগরীর আলোকায়নসহ সার্বিকক্ষেত্রে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

রাজশাহীতে পানি শোধনাগার প্রকল্পে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মেয়র লিটন।

সভায় ঝ্যাং জুয়ো কৃষি ও শিল্পখাত, নগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, নগরীর প্রবেশ দ্বারসমূহে চাইনা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে অনেক চায়না প্রতিষ্ঠান কাজ করছে। রাজশাহীতে তিনটি প্রতিষ্ঠান কাজ করছে। আগামীতে আরও প্রতিষ্ঠানকে বিনিয়োগে উৎসাহিত করা হবে।

ছবি: গুলবার আলী জুয়েল

সেজন্য বাংলাদেশে নিয়োজিত চায়না প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধ জানান চীনা রাষ্ট্রদূত।

ঝ্যাং জুয়ো রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ, স্থানীয় পর্যটন ও ট্রাফিক ব্যবস্থার প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড সেক্রেটারি ইয়াং চুজিং, চীনা রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী ঝ্যাং জিয়াং, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন প্রমুখ।

এর আগে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়।