অর্থ আত্মসাতের মামলায় আট ব্যাংক কর্মকর্তার সাজা

অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক আট কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 08:57 AM
Updated : 23 Jan 2019, 08:58 AM

বুধবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশ কর্মকর্তা ইউসুফ আলী খন্দকার ও শওকত হোসেন মোল্লা, সাবেক অফিসার ক্যাশ অমল চন্দ্র বিশ্বাস, সাবেক অফিসার ক্যাশ এম এইচ সিদ্দিকুর রহমান, সাবেক অফিসার ক্যাশ মো. মুনছুরুল হক, সাবেক অফিসার ক্যাশ মোশাররফ হোসেন মোল্লা, সাবেক অফিসার ক্যাশ গোলাম মোহাম্মদ মুন্সী ও সাবেক অফিসার ক্যাশ দিলীপ কুমার মণ্ডল। 

রায়ের পর তাদের ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, আসামিদের মধ্যে শওকত হোসেন মোল্লা পলাতক রয়েছেন।আর দুইজন বিচার চলাকালীন অবস্থায় মারা যান।

শওকত হোসেনকে যাবতজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০০৩ সালের ৮ ডিসেম্বর সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস সোবহান বাদী হয়ে ব্যাংকটির দশ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন।