জনগণকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশকে বাঁচানোর জন্য জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 05:37 PM
Updated : 22 Jan 2019, 05:37 PM

মঙ্গলবার ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপির নির্বাচনোত্তর মতবিনিময় সভায় তিনি বলেন, জেগে উঠতে হবে, জেগে না ওঠার কোনো কারণ নেই; জেগে উঠতে হবে শুধুমাত্র দেশকে বাঁচানোর জন্য ও গণতন্ত্রকে বাঁচানোর জন্য।

“আওয়ামী লীগ এমন একটা অবস্থার তৈরি করেছে, যে অবস্থায় আমাদের দম ফেলা মুশকিল হয়ে গেছে। কারো মুখে হাসি নেই এখন; রাস্তায় যাবেন দেখবেন কেউ হাসছে না।”

দেশের গণমাধ্যমকে সঠিক চিত্র প্রকাশ করতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে; কিন্তু বিদেশি পত্র-পত্রিকা তো বন্ধ করতে পারে নাই।

“সিএনএন, ফক্স, বিবিসি, আলজাজিরা সব বিদেশি পত্র-পত্রিকা বলে দিয়েছে বাংলাদেশে একটা ভোট ডাকাতির উৎসব হয়েছে।”

আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক যে ভবিষ্যৎ তা নষ্ট করে দিয়েছে দাবি করে ফখরুল বলেন, “এখন আমাদের দায়িত্ব এসেছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার।”

জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানের সভাপতিতে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী, শাহেদ কামাল চৌধুরী ডালিম, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ প্রমুখ।