খুলনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

খুলনায় জেলা ছাত্রলীগের এক নেতাকে তিন সহযোগীসহ আটক করেছে পুলিশ, যাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 04:03 PM
Updated : 21 Jan 2019, 04:03 PM

সোমবার বিকালে নগরীর শেখপাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জুয়েল হাসান আরমান জেলা ছাত্র লীগের সহ-সভাপতি। অপর তিনজন হলেন সানি, তুষার ও হোসেন।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫টি এবং তুষারের কাছে তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

“সানি ও তুষার পুলিশকে জানান যে তারা আরমানের কাছ থেকে নিয়ে ইয়াবা বিক্রি করেন।”

পরে দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলিতে অভিযান চালিয়ে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয় জানিয়ে ওসি বলেন, “আরমানের কাছে নয়টি ও হোসেনের কাছে আর তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে, সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্খারের কথা জাননো হয়।