আ. লীগ নেতার বিরুদ্ধে মাছ বিক্রয়কেন্দ্র দখলের অভিযোগ

মাদারীপুরের কালকিনি পৌরসভায় পুরানবাজার সরকারি মাছ বিক্রয়কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 08:10 AM
Updated : 21 Jan 2019, 08:11 AM

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল সরদারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এলাকার মাছ বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, স্থানীয়ভাবে টলঘর নামে পরিচিত মাছ বিক্রয়কেন্দ্রটি দেয়াল দিয়ে ঘিরে এর সামনে ‘কালকিনি পালরদী পাবলিক ইনস্টিটিউশন’ নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

মাছ বিক্রেতাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা জামাল সরদার ‘পাবলিক ইনস্টিটিউশনের’ নামে সরকারি মাছ বিক্রয়কেন্দ্রটি দখল করে নিয়েছেন।

পুরান বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরদার বলেন, কেন্দ্রটি বেদখল হওয়ায় স্থানীয় মাছ বিক্রেতাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

“আমরা নির্মাণকাজে বাধা দিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি। আমরা চাই দখলদারদের কাছ থেকে এটি উদ্ধার করা হোক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম নির্মাণকাজে বাধা দিয়েছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, “খবর পেয়ে আমি গিয়ে নির্মাণকাজে বাধা প্রদান করেছি।”

তবে দেয়াল ও সাইনবোর্ড অপসারণ করা হয়নি।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা জামাল সরদার বলেন, “আমি একা নই। এলাকার সবাই মিলে স্কুল তৈরি করছি।”

তবে অন্যদের নাম তিনি বলতে পারেননি। সরকারি জায়গা দখল করে কেন স্কুল বানাচ্ছেন সে বিষয়েও তিনি কিছু বলতে পারেননি।