মেঘনায় ট্রলারডুবি: ২ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে মেঘনায় ট্রলারডুবির ছয় দিনের মাথায় দুটি লাশ পাওয়া গেছে, যাদের মধ্যে একজন ওই ট্রলারের বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 05:29 PM
Updated : 20 Jan 2019, 05:29 PM

রোববার সকাল ও দুপুরে এ দুটি লাশ উদ্ধার করা হয়।

শনাক্ত হওয়া ব্যক্তি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের রহমত আলী (৩৯)।

পচে-গলে বিকৃত হয়ে যাওয়া ওই লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।

পরে রোববার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রহমতের ভাই সোহেল রানা মরদেহ শনাক্ত করেন।

গত সোমবার গভীর রাতে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মাটিবাহী একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ৩৪ জন শ্রমিক ছিল। ১৪ জন সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ২০ জন।

উদ্ধার আরেকজনের পরিচয় শনাক্ত হলে এ দুর্ঘটনায় নিখোঁজ থাকবে ১৮ জন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ষাটনলে উদ্ধার হওয়া অপর লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে নিখোঁজ রফিকুল ইসলামের স্বজনদের পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশের কাছে লাশের বিবরণ শুনে রফিকের স্বজনরা প্রাথমিকভাবে লাশটি রফিকুল ইসলামের লাশ ধারণা করেছেন।

রফিকুল পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুণ্ডমালা গ্রামের লয়ান ফকিরের ছেলে।

ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উপ-সহাকরী পরিচালক মোস্তফা মহসিন জানান, বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অদুরে চাঁদপুরের ষাটনল এলাকায় ভাসমান একটি মরদেহ পাওয়া গেছে।

“এর আগে গজারিয়া লঞ্চঘাটের কাছে সকাল ৯টার দিকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।”

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-গজারিয়া) আশফাকুজ্জামান জানান, পাঁচ দিনের মতো উদ্ধার অভিযান রোববারও অব্যাহত রয়েছে। চাঁদপুরের ষাটনলের কাছে মেঘনায় নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ‘অত্যাধুনিক প্রযুক্তি’ ব্যবহার করে অনুসন্ধান চালাচ্ছে।