বিএনপি-জামায়াতের পুনরুত্থান ঠেকাতে হবে: ইনু

দেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঠেকানোর আহ্বান জানিয়েছেন সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 04:06 PM
Updated : 20 Jan 2019, 04:09 PM

রোববার গাইবান্ধায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাসদ চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনা করুক, দেশ মুক্তিযুদ্ধের পথে চলুক।

“এ দেশে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের পুনরুত্থান বন্ধ করেত হবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মশাল প্রতীকে নির্বাচন করছেন জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি।

বিকালে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে খুদির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন ইনু।

আগামী ২৭ জানুয়ারি এ আসনে অনুষ্ঠিতব্য নির্বাচনে মশাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্ব এবং জেলা জাসদ নেতা সুজন প্রসাদের উপস্থাপনায় জনসভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার, জেলা জাসদ নেতা জিয়াউল হক জনি, এ আসনের মশাল প্রতীকের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিস প্রমুখ।

গত ২০ ডিসেম্বর এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত জাতীয় পার্টির (জাফর) প্রার্থী টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হয়। ফলে এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে।

সে অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি এ আসনের নির্বাচন হবে। এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচজন।

তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির দিলারা খন্দকার শিল্পী, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।