সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসায় ক্যাম্প আয়োজন করেছে দুটি প্রতিষ্ঠান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2019, 04:30 PM
Updated : 19 Jan 2019, 04:30 PM

শনিবার আলমপুর গ্রামে এ আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত ‘হেনা আহমেদ হাসপাতাল’ এবং ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’।

ঢাকা আহছানিয়া মিশন এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক চিকিৎসা সেবা বঞ্চিত লোকের সমাগম ঘটে এবং তারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা  গ্রহণ করেছে।

লায়ন্স আই ইন্সটিটিউট এন্ড হসপিটালের মেডিকেল অফিসার হানিফ মোহাম্মদ রকিবুল হাসান ও তার মেডিকেল টিম চোখের চিকিৎসা সেবা দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পে  তিন শত রোগীর মধ্যে ১৮ জনের চোখের ছানির সমস্যা ধরা পড়ে, যা পৃথক করে রাখা হয় এবং ক্যাম্প পরবর্তীতে বিনামূল্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস-এর উদ্যোগে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয় বলেও জানানো হয়।

কার্যক্রমটি পরিচালনায় নেতৃত্ব দেন ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ্ সেক্টরের প্রধান লায়ন ইকবাল মাসুদ।

অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের ফাউন্ডার পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, এবং হেনা আহমেদ হাসপাতালের প্রতিষ্ঠাতা হেনা আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন এস এম মেহেদী হাসান, লায়ন কাজী সিদ্দিকুর রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক নায়লা পারভীনসহ লিও ক্লাব অব ঢাকা ওয়েসিসের অন্যান্য সদস্য ও লায়ন নেতৃবৃন্দ।