অভয়নগরে পাটকলে অগ্নিকাণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 04:14 PM
Updated : 17 Jan 2019, 04:14 PM

বৃহস্পতিবার চেঙ্গুটিয়া এলাকায় রোমান জুট মিলে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের যশোর ইউনিটের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের যশোর, অভয়নগর ও মণিরামপুর ইউনিট কাজ করেছে।

“দুপুর আড়াইটার দিকে আগুন ধরে। বিকাল ৪টার পরপর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ জানা যায়নি।”

তিনি আরও বলেন, মিলের মূল ভবনের পিছনের অংশের পাট ও সূতার গুদামে রক্ষিত পাট ও সূতা পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

মিলের মালিক মোহম্মদ আলী কাসারী ও ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ কোটি টাকা।

মিলের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, গুদামে থাকা ৩ থেকে ৪ হাজার মন পাট ও ৪০ টন সুতা পুড়ে গেছে। এছাড়া মিলে থাকা যন্ত্রপাতির বেশিরভাগ পুড়ে গেছে।