নওগাঁয় নদীতে কলেজ শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

নওগাঁর ধামইরহাটে ঘুকসী নদী থেকে এক কলেজ শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 01:21 PM
Updated : 17 Jan 2019, 01:21 PM

নিহত এম এম জামাল উদ্দিন (৪৫) জগদল আদিবাসী স্কুল ও কলেজের বাংলা প্রভাষক ছিলেন। গত কয়েক দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার।

বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট সেতু থেকে ৩০০ গজ উত্তরে নদী থেকে জামালের লাশ উদ্ধার করা হয় বলে পত্নীতলা থানার ওসি জাকিরুল ইসলাম জানান।

স্থানীয়রা জানান, ঘুকসী নদীর পাড়ে বনবিভাগের কর্মীরা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে।

জামালের পরিবারের সদস্যরা জানান, এর আগে একবার নিখোঁজ হয়েছিলেন এই কলেজ শিক্ষকভ। কয়েক দিন পর বিহারীনগর ব্রিজের কাছে নদী থেকে অর্ধ মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল।

তার বড় ভাই মো. ওয়াদুদ বলেন, জামালের বিপুল পরিমাণ টাকা ধার-দেনা ছিল। ৪/৫ দিন আগে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পত্নীতলা থানার ওসি জাকিরুল জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

কলেজ শিক্ষকের লাশ উদ্ধারের খবর পেয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।