যমুনার তলদেশে টানেল হবে: পরিকল্পনামন্ত্রী

কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প চলমান থাকার মধ্যে এবার যমুনা নদীতেও সরকারের এমন আরেকটি পরিকল্পনার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 12:07 PM
Updated : 17 Jan 2019, 12:23 PM

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “যমুনা নদীর তলদেশে টানেল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। তবে বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। প্রকল্প ব্যয়ও এখনও নির্ধারিত হয়নি।”

“সেতু নির্মাণ করলে অনেক ক্ষেত্রে নদীর প্রবাহ বিঘ্নিত হয়; সেক্ষেত্রে টানেল করলে নদীর প্রবাহ ঠিক থাকে,” মন্তব্য করে তিনি বলেন, “এ জন্যই যমুনা নদীর উত্তরে একটি টানেল তৈরি করা হবে।”

টানেলটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে খুব দ্রুত কাজ করা হচ্ছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

দেশের সার্বিক উন্নয়নে সরকার ১০০ বছরের একটি রোডম্যাপ তৈরির পরিকল্পনাও করেছে বলে জানান মন্ত্রী মান্নান।

এ সময় অন্যান্যে মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে। এটি নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চার বছর।