আমানুল্লাহ কবীরের মরদেহ জামালপুরে

সাংবাদিক আমানুল্লাহ কবীরের মরদেহ নিজ জেলা জামালপুরে আনা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 04:36 PM
Updated : 16 Jan 2019, 04:36 PM

বুধবার রাতে তার মরদেহ মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই জ্যেষ্ঠ সম্পাদককে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে আমানুল্লাহ কবীরের মৃত্যু হয়।

সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়ি নেওয়ার পথে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নামানো হয়।  

এ সময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যসহ জেলায় কর্মরত সাংবাদিকরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এছাড়াও জামালপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুধীজন তাকে শ্রদ্ধা ও একনজর দেখতে প্রেসক্লাব প্রাঙ্গণে ভিড় করেন।

খ্যাতিমান এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসাইনসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।