সাতক্ষীরায় ‘মাদক ব্যবসায়ীদের কোন্দলে’ নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলায় মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 06:45 AM
Updated : 16 Jan 2019, 06:45 AM

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, বুধবার ভোরে উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া থেকে তারা তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন।

নিহত মইজুদ্দিন আহমেদ টুলু (৪০) সদর উপজেলার শিকড়ি এলাকার শামসুল হক সরদারের ছেলে বলে সঙ্গে থাকা পরিচয়পত্রের বরাতে পুলিশ জানিয়েছে।

তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার বলেন, এলাকাবাসী বিশ্বাসপাড়া মোড় এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে লাশটি দেখতে পান।

“তার মাথায়, বুকে ও পায়ে গুলি বিদ্ধ হয়েছে। লাশের পাশে একটি টিভিএস মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গেছে। ধারণা করছি টুলু একজন মাদক ব্যবসায়ী। ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটছে।”

লাশের পাশে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি পেয়েছেন জানিয়ে তিনি বলেন, পরিচয় যাচাই করার চেষ্টা করছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।