চালের দর স্থিতিশীল: খাদ্যমন্ত্রী

বর্তমান বাজারে চালের দর স্থিতিশীল আছে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 04:43 PM
Updated : 15 Jan 2019, 04:43 PM

মঙ্গলবার নওগাঁয় এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিটি জেলা থেকে ধান ও চালের বাজার দর সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। এরপর বাজার দর স্থিতিশীল রাখতে জেলায় জেলায় ধান-চাল বাজার দর মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

স্ব স্ব জেলার জেলা প্রশাসক কমিটির সমন্বয় করবেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, নির্বাচন ও ঘন কুয়াশার কারণে বছরের শুরুতেই চালের বাজার দর ১/২ টাকা বেড়েছিলে। তবে মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহ ঠিক থাকায় তা কমে এসে আবার স্থিতিশীল হয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে যাতে ধান-চালের বাজার দর কোনোভাবেই অস্থিতিশীল না হয়।

কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

সার্কিট হাউস মিলনায়তনে এ মতবিনিময় সভায় নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ রাজশাহী অঞ্চলের খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

পরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় যোগ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।