নীলফামারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নীলফামারীর ডিমলা উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 08:47 AM
Updated : 15 Jan 2019, 08:47 AM

নিহত খলিলুর রহমান (২৫) উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের মোকছেদ আলীর ছেলে।

বিজিবির বালাপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম বলেন, ”মঙ্গলবার ভোরে ছাতনাই ইউনিয়নের ভুজারীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় বিএসএফ গুলি করলে খলিল নিহত হন।”

ঘটনার পরপরই লাশ ফেরত আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ডাকা হয়েছে। দুপুরে বৈঠক শেষে আইনি প্রক্রিয়ায় লাশ ফেরত আনা হবে বলে তিনি জানান।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, “খলিল কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে শুনেছি। কী কারণে খলিল ভারতে যাচ্ছিলেন তা জানা যায়নি।”