নবাবগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা, পলাতক স্বামী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 06:51 AM
Updated : 15 Jan 2019, 07:31 AM

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার নিজ ঘর থেকে ওই নারীর গলাকাটা লাশ তারা উদ্ধার করেন।

নিহত পারুল আক্তার (৩৮) উপজেলার মাইলাইল এলাকার আক্কাস ফকিরের স্ত্রী। স্বামীর সঙ্গে দিঘীরপাড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।তাদের সংসারে পারভেজ নামে ১২ বছর বয়সী একটি ছেলে সস্তান রয়েছে।

ঘটনার পর থেকে আক্কাস পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘরের ভেতর থেকে ওই নারীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জেরে রাতের কোনো এক সময় পারুলকে তার স্বামী বটি দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

নিহতের ছোট ভাই জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দুলাভাই মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তার সঙ্গে প্রায়ই বোনের সঙ্গে দুলাভাইয়ের কথা কাটাকাটি হতো।

সকালে তার ভাগ্নে তাদের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখে। দরজা খুলে ঘরে ভেতর ঢুকে খাটের ওপর কম্বল দিয়ে পেঁচানো মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে যায়।পরে তারা থানায় খবর দেয়।   

তার বোনকে দুলাভাই হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন জুয়েল।

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।