বিনামূল্যের সরকারি বই ‘বিক্রির চেষ্টা’, আটক ২

স্কুলে বিনামূল্যে বিতরণের সরকারি বই অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 04:07 PM
Updated : 14 Jan 2019, 04:07 PM

এ সময় চার হাজার নতুন বই জব্দও করা হয়।

সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয় বলে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান।

আটক দুজন হলেন লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমির আলীর ছেলে রাসেল মিয়া (২২) ও নূর মিয়ার ছেলে হাসিম মিয়া (১৭)।

কিবরিয়া বলেন, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টার দিকে সফর উদ্দিন মনা মিয়ার ভাঙ্গারি দোকানে অভিযান চালায় তার (গোলাম কিবরিয়া হাসান) নেতৃত্বে একদল পুলিশ।

এ সময় দোকান মালিক পালিয়ে গেলেও দুই কর্মচারীকে আটক করা হয় বলে তিনি জানান।

কিবরিয়া আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র ২০১৯ শিক্ষাবর্ষের ৫ম থেকে ১০ম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি নতুন বই খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ওই দোকানে নিয়ে আসে। তবে কোথা থেকে বইগুলো সংগ্রহ করা হয়েছে তা এখনও জানা যায়নি।