রাস্তার জন্য নিজের বাড়ির দেয়াল ভাঙলেন মেয়র

ভোলার পৌরমেয়র নিজের বাড়ির দেয়াল ভেঙে খাল ‘সংরক্ষণ ও পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে’ নির্মাণকাজ উদ্বোধন করেছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 11:02 AM
Updated : 14 Jan 2019, 11:02 AM

সোমবার দুপুরে শহরের উকিলপাড়া টাউন স্কুলের সামনে থেকে এই নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

মেয়র বলেন, “ভোলায় খাল সংরক্ষণের জন্য ৩২ কোটি টাকা আর খালপাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের জন্য পাঁচ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হওয়ার পর কাজ শুরু হয়েছে।

“যুগিরঘোল হাসপাতালের পোল থেকে বাংলাস্কুল পোল পর্যন্ত খালের উভয়পারে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে।”

এ জন্য যাদের স্থাপনা খালের মধ্যে পড়ছে তা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র মনিরুজ্জামান।