রাঙামাটিতে আগুনে পুড়ল অর্ধশতাধিক বসতঘর

রাঙামাটি শহরে রিজার্ভবাজার এলাকার মসজিদ কলোনির টিলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৮টি ঘর পুড়ে গেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 10:48 AM
Updated : 13 Jan 2019, 10:58 AM

রোববার সকাল পৌনে ৯টার দিকে লাগা আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। এতে হতাহেতের কোনো ঘটনা ঘটেনি বলে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাবুল কেরাণীর ঘর থেকে আগুন লেগে মুর্হূতের মধ্যেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় ৮৮টি বসঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো.জাহাঙ্গীর বলেন, “সকালে ঘর থেকে বের হয়ে গেছি। আগুন লাগার খবর পেয়ে এলাকায় এসে দেখি আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।”

মনোয়ারা বেগম বলেন, “আগুনে আমার বসত ঘর পুড়ে গেছে। পরনের শাড়ি ছাড়া আর কিছুই বাঁচাতে পারি নাই।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা দিদারুল বলেন, “খবর পেয়ে ছয়টি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রায় ৮৮ টি বসতঘর পুড়ে যায়।”

অগ্নিকাণ্ডে আনুমানিক ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে আনুমানিক কোটি টাকার ক্ষতি বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার আলমগীর কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।