শেরপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী পৌষমেলা

শেরপুর শহরের পাশে রোয়া বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পৌষমেলা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2019, 05:24 AM
Updated : 12 Jan 2019, 05:24 AM

গাঙ্গি খেলা, ঘোড়দৌড়, সাইকেল প্রতিযোগিতা, ঘুড়ি ওড়ানো ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা ছিল শুক্রবার বিকালের এই মেলা হয়।

মোয়া, নিমকি, গজা, কলাই, বাদাম কটকটিজাতীয় খাবার, শিশুদের খেলনা, বিভিন্ন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি গৃহস্থালি পণ্যের পসরা বসেছিল
মেলা আয়োজক কমিটি সদস্য মমতাজ উদ্দিন বলেন, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। তবে দিন দিন এ মেলার আয়তন ও লোকসমাগম বাড়ছে। দর্শনার্থীরা প্রতিবছর এমন মেলা আয়োজনের দাবি জানিয়েছেন।

মেলায় জেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ আসেন।