ফেনীতে ২৭ হাজার ইয়াবা উদ্ধার, আটক চার

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবা ট্যবলেটসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 02:43 PM
Updated : 10 Jan 2019, 02:43 PM

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর ও মহিপাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদ পেয়ে র‌্যাব রামপুর ও মহিপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

“রামপুর এলাকায় একটি কভার্ডভ্যানে তল্লাশি করে আট হাজার ১৫০টি ইয়াবাসহ রায়হান উদ্দিন (২২) ও রুবেল হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। কভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।”

একই সময় র‌্যাবের অপর একটি দল মহিপালে পিকআপ তল্লাশি করে ১৯ হাজার ইয়াবাসহ অপর দুই মাদক ব্যবসায়ী মো. হাসান (২৬) ও মো. রাসেলকে (২২) আটক করে এবং পিকআপটি জব্দ করা হয় বলে তিনি জানান। 

“উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা। আটক আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে।”

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামী, উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত পরিবহন ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চালাচ্ছে র‌্যাব।