ঠাকুরগাঁওয়ে সেতুর গার্ডার পড়ে ২ শ্রমিক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুরাতন একটি সেতুর গার্ডার ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 12:17 PM
Updated : 10 Jan 2019, 12:17 PM

বৃহস্পতিবার উপজেলার বকুয়া ইউনিয়নের বুজরুক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হরিপুর থানার ওসি মো. আমিরুজ্জামান।

নিহতরা হলেন হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন গ্রামের আব্দুর রউফের ছেলে আজিবুল ইসলাম (৪৫) ও একই গ্রামের সিহাব উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (২৭)।

আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে বুজরুক গ্রামে একটি পুরাতন সেতু ভাঙার কাজ করছিলেন প্রায় ১০ জন শ্রমিক।

“এক পর্যায়ে সেতুটির একটি গার্ডার ভেঙে শ্রমিকদের উপর পড়লে ঘটনাস্থলে আজিবুল ইসলাম ও তরিকুল ইসলাম নিহত হন।”

ওসি আমিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরাতন সেতু ভাঙার কাজ পেয়েছিলেন ঠিকাদার রাম বাবু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করে ব্রিজের গার্ডার ভেঙে পড়ে দুই জন নির্মাণ শ্রমিক নিহত হন। তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।”