পানছড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্দুকধারীদের গুলিতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিনুরুল আজম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 06:06 PM
Updated : 8 Jan 2019, 06:06 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পানছড়ি উপজেলা সদরে এ হামলা হয় বলে পানছড়ি থানার ওসি নুরুল আলম জানান।

আহত নাজির মাহমুদ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীররা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে অজ্ঞাত বন্দুধারীরা নাজির হোসেনকে গুলি করে পালিয়ে যায়।

পানছড়ি থানার ওসি নুরুল আলম বলেন, নাজির হোসেন সন্ধ্যায় পানছড়ি বাজারে হাদিসের চা দোকানে চা খেতে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহত নাজিরের বড় ভাই পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া বলেছেন, “এ ঘটনার সঙ্গে প্রসীত খীসার ইউপিডিএফ জড়িত। তাদের সঙ্গে বেশ কয়েকজন বাঙালিও জড়িত থাকতে পারে। তারা দীর্ঘদিন ধরে আমাদের হামলার হুমকি দিয়ে আসছে।”

ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।

খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।