খুলনায় কৃষকের কব্জি ও পায়ের রগ কর্তন

খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৬০ বছরের এক কৃষকের দুই হাতের কবজি ও দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 05:58 PM
Updated : 7 Jan 2019, 05:58 PM

সোমবার রূপসা উপজেলার জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে।

সাদ্দাম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ নজরুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

সাদ্দাম শেখের ছেলে নাসিম শেখ বলেন, তার বাবা সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রূপসা সেতুর নিচে দোকানে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া সন্ত্রাসীরা তার দুই পায়ের রগ কেটে দেয়।”

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

রূপসা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।

জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।