গাইবান্ধায় কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 11:16 AM
Updated : 7 Jan 2019, 11:16 AM

আহত সামিউল ইসলাম (৩৮) ডাকাতদলের সদস্য বলে পুলিশের ভাষ্য। উপজেলার পূর্ব ফুলবাড়ী গ্রামের কবেজ উদ্দিনের ছেলে তিনি।

সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবীর জানান, সোমবার ভোরে ইদ্রাকপুর বাজার সংলগ্ন ইসবপুর এলাকায় সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে।

“ডাকাত দল ওত পেতেছে বলে খবর পেয়ে পুলিশ যায়। ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে সামিউল গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। সামিউলকে পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এ ঘটনায় এসআই বেলাল হোসেন ও কনস্টেবল মোজাফ্ফর আহমেদ আহত হওয়ায় তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক এমরানুল কবীর।

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক বলেন, “গুলিবিদ্ধ সামিউলের নামে সাদুল্লাপুরসহ জেলার বিভিন্ন থানায় সাতটি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।”

এ ঘটনায় এসআই আমজাদ হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।