উন্নয়নকে এগিয়ে নিতে চান নেত্রকোণার ২ মন্ত্রী
লাভলু পাল চৌধুরী, নেত্রকোণা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2019 09:19 PM BdST Updated: 06 Jan 2019 10:37 PM BdST
-
-
মোস্তাফা জব্বার
-
আশরাফ আলী খান খসরু
নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নেত্রকোণার দুই জন সরকারের গত এক দশকের উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা বলেছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে আশরাফ আলী খান খসরু ডাক পেয়েছেন।
মোস্তাফা জব্বার টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী হচ্ছেন। গত মন্ত্রিসভায়ও তিনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন।
একাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নতুন সরকার সোমবার শপথ নিতে যাচ্ছে; রোববার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম প্রকাশ করা হয়।
আশরাফ আলী খান খসরু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন।
রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আগামী দিনে কাজ নিয়ে কথা বলেন তারা।

মোস্তাফা জব্বার
দেশকে উন্নয়নের আরও অনেক দূর নেওয়ার বাকি রয়েছে। আর সেই কাজ আগামী পাঁচ বছরে শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আশরাফ আলী খান খসরু বিডিনিউজ টোয়েন্টিফেটার ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বিশ্বাস ও ভরসা রেখে মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রাখতে যা যা করণীয় সবই করব।”
তিনি বলেন, সত্য, ন্যায় ও গণমানুষের চাওয়ার পক্ষে সব সময়ই জননেত্রী শেখ হাসিনার অবস্থান। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ায় দেশকে এগিয়ে নিয়ে চলেছেন।
“মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ও আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রীর লক্ষ্যকে এগিয়ে নিতে দেশের মানুষকে সাথে নিয়ে একাত্তরের চেতনায় কাজ করে যাব।
মোস্তাফা জব্বারের বাড়ি নেত্রকোণার খালিযাজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এর আগের মন্ত্রিসভায়ও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

আশরাফ আলী খান খসরু
৭০ বছর বয়সী আশরাফ আলী খান খসরু নেত্রকোণা কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯৬৯ সালে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
তার বাবা এনআই খান জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও নেত্রকোণা পৌরসভার মেয়র। তার হাজেরা আক্তার খান ওরফে মা হেনা ইসলাম ছিলেন মুক্তিযোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।
জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় তাদের বাড়ি।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও ২২ আসামির জামিন
-
কালিহাতীতে ‘গৃহবধূর’ লাঠির আঘাতে ষাটোর্ধ্ব ভাসুরের মৃত্যু
-
ফরিদপুরে খিচুড়ি খাওয়ার পর ১৫ জন সংজ্ঞাহীন
-
রংপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
-
সিরাজগঞ্জে ২ মেয়েকে ‘বিষপানে হত্যা’, পরে মায়ের ‘আত্মহত্যা’
-
যশোরে আগুনে পুড়ল ট্রেনের পাওয়ার কার
-
ফেনী বারে সভাপতি আ. লীগ, সম্পাদক বিএনপি-জামায়াতের
-
গাইবান্ধায় নির্বাচনে পুলিশের ওপর ‘হামলা’: ২ মামলা
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার