জয়পুরহাটে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে আসা দুই কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 10:29 AM
Updated : 6 Jan 2019, 10:29 AM

সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরের ভুইডোবা গ্রামের মাঠে এ অভিযান চালানো হয় বলে জয়পুরহাট বিজিবির অতিরিক্ত পরিচালক আবু নাঈম খন্দকার জানান। 

তিনি বলেন, “অভিযানে দুই লাখ লাখ ১৬ হাজার ‘ডেক্সন’ ট্যাবলেট, ৩ লাখ ১০ হাজার ‘পেরপটিন’ ট্যাবলেট, আটটি শাড়ি ও নয় কেজি ওজনের বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়; যেগুলোর বাজার মূল্য এক কোটি ৬০লাখ ৭৭ হাজার টাকা।”

জব্দ করা সামগ্রীগুলো হিলি শুল্ক গুদামে পাঠানো হয়েছে বলে আবু নাঈম জানান।

তিনি বলেন, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে মামলামালগুলো বাংলাদেশে নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।