রাঙামাটিতে জনসংহতি সমিতির ‘কর্মীকে’ গুলি করে হত্যা

রাঙামাটিতে সংস্কারপন্থী বলে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, এমএনলারমা) এক ‘কর্মীকে’ গুলি করে হত্যা করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2019, 04:44 PM
Updated : 4 Jan 2019, 04:58 PM

জেলার বাঘাইছড়ি থানার এসআই হিরো বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের বাবুপাড়ায় তাকে হত্যা করা হয়।

নিহত বসু চাকমার (৪০) বাড়ি বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকায়।

এসআই বড়ুয়া স্থানীয়দের বরাতে বলেন, “বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে জ্যোতি প্রভা চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে খাবার খাচ্ছিলেন বসু চাকমা। এ সময় একদল সশস্ত্র লোক এসে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, পিস্তলের গুলি দুটি রাউন্ড, নয়টি খালি খোসা ও খাবার খাওয়ার আলামত উদ্ধার করেছে।”

তবে এসব অস্ত্র-গোলাবারুদের মালিকানা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

জেএসএসের (এমএনলারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করেছি। নৌকার দীপঙ্কর তালুকদার জয় পেয়েছেন।

“কিন্তু সন্তু লারমার জেএসএস সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করলে ইউপিডিএফ তাদের সমর্থন দেয়। আমরা ধারণা করছি এই দুটি পক্ষ এক হয়ে কিংবা তাদের মধ্যে কোনো একটি পক্ষ আমাদের এই কর্মীকে হত্যা করতে পারে। নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি।”

তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।