হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ‘খাবার খেয়ে’ ৯ শিক্ষার্থী অসুস্থ

হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ‘খাবার খেয়ে’ নয় শিক্ষার্থী অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2019, 11:55 AM
Updated : 4 Jan 2019, 12:08 PM

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মেহিদী হাসান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

নার্সিং ইনস্টিটিউটের এই শিক্ষার্থীরা হলেন নুসরাত জাহান (১৮), শাহিনা আক্তার লিজা (২০), ফারজানা ইয়াসমিন (১৮), বিলকিছ আক্তার (১৮), পলি আক্তার (১৮), কম্পা আক্তার (২০), আলেয়া আক্তার (১৯), চাদনী আক্তার (২০) ও দীপা বিশ্বাস (১৮)।

শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, তারা হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল রোডে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিবাসে থাকেন। বৃহস্পতিবার রাতে ছাত্রী নিবাসের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

“সকাল থেকে পেটে ব্যথা ও বমি শুরু হয়। কয়েকজন একে একে অসুস্থ হয়ে পড়ি। পরে অন্যরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন।”

চিকিৎসক মেহিদী বলেন, “তাদের পেটে ব্যথা ও বমি হয়েছে। অনেকেই ভুগেছেন। তাদের মধ্যে নয়জনকে হাসপাতালে আনা হয়।

“ধারণা করা হচ্ছে খাবারে অথবা পানিতে জীবাণু থাকায় তারা অসুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর সবাই চলে গেছেন। কারও অবস্থা আশংকাজনক নয়।”