চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মাদকের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের হাতে গ্রেপ্তার মাদক মামলার এক আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2019, 04:39 AM
Updated : 4 Jan 2019, 04:39 AM

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাসের ভাষ্য।

নিহত আব্দুল বারেক (৪০) দামুড়হুদার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার মৃত আব্দুর গনির ছেলে।

দামুড়হুদা থানার করা ‘শীর্ষ মাদক চোরাকারবারিদের’ তালিকায় বারেকের নাম রয়েছে এবং তার নামে থানায় অন্তত ১৫টি মাদকের মামলা আছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, পুলিশের এক মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে বারেককে গ্রেপ্তার করা হয়।

“তাকে থানায় নিয়ে যাওয়ার সময় মুক্তারপুর গ্রামের কাছে ভুট্টাক্ষেতে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে বারেক আহত হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।”

বারেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুটি রামদা ও একবস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার পুলিশ সদস্যও ‘সামান্য আহত’ হয়েছেন।