ময়মনসিংহে ‘অপহরণকারী চক্রের’ ৮ জন আটক

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের আটজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 10:18 AM
Updated : 3 Jan 2019, 10:18 AM

র‌্যাব-১৪ ক্যাম্প কমান্ডার শিবলী সাদিক বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে আগের রাতে তাদের আটক করা হয়।

এরা হলেন- ত্রিশালের ধানীখলার হাসমত আলীর ছেলে শহীদুল আলম (৩০), মাগরজোড়া চৌরাস্তার আবুল কালামের ছেলে মোজাম্মেল হক (২৫), কোনাবাড়ির ইয়াকুব আলীর ছেলে বাবু (২৩), শহর আলীর ছেলে শুভ মিয়া (৪০), ধৈরামপুর উজান পাড়ার আবুল কালামের ছেলে খলিল (২৬), মাগুরজোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে নুর মোহাম্মদ (২০), উজানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান (২৫) ও বীরামপুরের তমিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৭)।

শিবলী সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা দামুরহুদার ফজলুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম (২৬) ও ত্রিশালের এক নারীকে অপহরণ করা হয়।পরে তাদের মারধর করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গত মঙ্গলবার অপহৃতদের বাড়ির লোকজন অভিযোগ করেন।

পরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশালের বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে চালিয়ে অপহরণকারী চক্রের আটজনকে আটক ও দুই ভিকটিমকে উদ্ধার করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।