হবিগঞ্জে পুরনো বই দেওয়ার অভিযোগে শিক্ষক বরখাস্ত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরনো বই দেওয়ার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 09:54 AM
Updated : 3 Jan 2019, 09:55 AM

এছাড়া বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, পয়লা জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের বিনা মূল্যে নতুন বই দেওয়া হয়। কিন্তু ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বছরের পুরনো বই দেন শিক্ষকরা।

এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে ২ জানুয়ারি ঘটনা তদন্ত করলে অভিযোগের সত্যতা মেলে।

শিক্ষা কর্মকর্তা রাজ্জাক বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হয়।

“অভিযোগ সত্য হওয়ায় বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক মো. মহসিন মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”