১৪ ঘণ্টা পর ঢাকা-মৌলভীবাজার সড়ক যোগাযোগ শুরু

ক্রেনবাহী ট্রেইলারের চাকা দেবে গিয়ে ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ১৪ ঘণ্টা পর ফের চালু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 08:17 AM
Updated : 3 Jan 2019, 10:35 AM

জেলার শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, দেবে যাওয়া ট্রেইলারটি সরিয়ে নিলে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক যোগাযোগ ফের শুরু হয়।

এর আগে বুধবার রাত ২টার দিকে সাতগাঁও চা বাগান এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে ট্রেইলারটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার পর মৌলভীবাজারের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়েছে সহস্রাধিক যান।

সাতগাঁও পুলিশ ফাঁড়ির এএসআই আল-আমিন বলেন, ২২ চাকার লং বেড টেইলারটি ৪৫ টনের একটি ক্রেন নিয়ে যাচ্ছিল। একটি কালভার্টের কাছে এর আটটি চাকা দেবে গেলে এটি আটকা পড়ে।

ট্রেইলারটির মালিক শ্যামলিমা কোম্পানি।

শ্যামলিমার মৌলভীবাজার সুপারভাইজার মো. তারেক আমিন বলেন, হবিগঞ্জের বিবিয়ানায় কাজ শেষে ট্রেইলারটি এই ক্রেনটি ঢাকায় নিয়ে যাচ্ছিল।

“এখন একে উদ্ধারের জন্য বিবিয়ানা থেকে আরও একটি ক্রেন রওনা হয়েছে। বিকাল নাগাদ উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।”