সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি নেতা কারাগারে

ট্রেন পোড়ানোসহ নাশকতার একাধিক মামলায় এক কেন্দ্রীয় বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 03:50 PM
Updated : 2 Jan 2019, 03:50 PM

বুধবার সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম শাহাদৎ হোসেন প্রামাণিক এ আদেশ দেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী রফিক সরকার। 

এম আকবর আলী নামের ওই নেতা সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক বিএনপি সাংসদ এবং ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল বলেন, ট্রেন পোড়ানোসহ নাশকতার অভিযোগে দায়ের করা মোট ১৩টি মামলায় জামিন আবেদন করে বুধবার আদালতে আত্মসমর্পণ করেন আকবর আলী।

তিনি জানান, শুনানি শেষে বিচারক সাতটি মামলায় জামিন মঞ্জুর করেন।

“কিন্তু বাকি ছয়টি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যার পর আকবর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

আকবর আলী সিরাজগঞ্জ-৪ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।