শেরপুরে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেরপুরের এক আসামির মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 02:19 PM
Updated : 2 Jan 2019, 02:19 PM

পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোরে ঢাকার একটি  হাসপাতালে এমদাদুল হক ওরফে খাজা ডাক্তার (৮৭) মারা যান। বিকেলে নকলার কর্শাবাদাগৈর গ্রামে তাকে দাফন করা হয়।  

খাজা ডাক্তারের ছেলে নাদিম তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জানুয়ারি বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান।”

নাদিম জানান, ২০১৭ সালের ২৪ এপ্রিল  মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

“১৮ মাস কারাভোগের পর গত বছরের ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিনি জামিনে মুক্ত হন।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।