ময়মনসিংহে ‘অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায়’ জাসদ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভোটের দিন একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় এক জাসদ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2019, 06:14 AM
Updated : 1 Jan 2019, 07:52 AM

নগরীর সানকিপাড়া থেকে সোমবার রাত ৯টার দিকে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল হোসেন জানান।

মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি।এছাড়া তিনি ময়মনসিংহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সিংহ প্রতীক নিয়ে ২৫১৩ ভোট পান।

ওসি শাহ কামাল হোসেন বলেন, “রোববার ভোট চলাকালে উপজেলার তেলীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে শফিকুল ইসলাম মিন্টু এবং তার সমর্থকেরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। ”

এ ঘটনায় ফুলবাড়িয়া থানার এস আই জাহাঙ্গীর আলম সোমবার সকালে বাদী হয়ে মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।