নির্বাচনী সহিংসতা: চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নৌকার নির্বাচনী মিছিলে বোমা হামলায় আহত হয়ে দশদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2019, 05:41 AM
Updated : 1 Jan 2019, 05:41 AM

ঢাকার একটি হাসপাতালে সোমবার দুপুরে রিংকু মিয়ার (৩২) মৃত্যু হয় বলে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জানান।

নিহত রিংকু উপজেলার কাটাপোল গ্রামের ইনতাজ আলীর ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ অমল জানান।

ওসি বলেন, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী আলী আজগার টগরের পক্ষে নির্বাচনী মিছিলে বোমা হামলা করা হয়।

“এতে রিংকু আহত হলে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দশদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।”    

ঘটনার দিনই জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই মামলায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।