চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2019, 05:04 AM
Updated : 1 Jan 2019, 05:56 AM

সোমবার দুপুরে বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদে এবং বিকালে কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. নূরে আলম জানান।

মৃতরা হলেন- ফরাক্কাবাদের মানিক মিজির দেড় বছর বয়সী দুই যমজ মেয়ে আদিফা আক্তার ইভা ও সাদিয়া আক্তার ইমা এবং দাসসী গ্রামের মো. হোসেন কাজীর তিন বছর বয়সী ছেলে মোয়াজ কাজী।

মানিক মিজির ভাই সোহাগ মিজি বলেন, আদিফা ও সাদিয়া দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়।পরিবারের লোকজন তাদেরকে অনেকক্ষণ দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে।

“সন্ধ্যায় পুকুরে তাদের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে কর্তব্যরত চিকিসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”

অন্যদিকে মোয়াজ কাজী খেলতে বের হয়ে বাড়ির পাশের একটি খালে পড়ে যায় বলে পরিবারের বরাতে চিকিৎসক নূরে আলম জানান।

তিনি বলেন, “প্রায় এক ঘণ্টা খোঁজাখুজির পর স্থানীয়রা মোয়াজের লাশ খালে ভাসতে দেখে তার বাড়ির লোকজনরেক খবর দেয়। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করে।”