রাজশাহীতে ভোটকেন্দ্রে হামলায় আ.লীগ নেতা নিহত

রাজশাহীতে ‘ভোটকেন্দ্রের দখল নিতে বিএনপি-জামায়াতকর্মীদের’ চালানো হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 10:00 AM
Updated : 30 Dec 2018, 10:00 AM

তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে হামলার এ ঘটনা ঘটে।

নিহত মোদাচ্ছের আলী (৪০) পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিনি।

ওসি রেজাউল বলেন, “জামায়াত-বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় লাঠির আঘাতে মোদাচ্ছের আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হামলার খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশসহ বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোরশেদ আলী মৃধা বলেন, হামলার পর প্রায় দুই ঘন্টা ভোট গ্রহণ স্থগিত ছিল। পরে আবার শুরু হয়।