যশোরে বিএনপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

যশোর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 09:20 AM
Updated : 30 Dec 2018, 09:20 AM

অমিত বলেন, বোরবার ভোটের দিন বেলা পৌনে ১১টার দিকে পূর্ব বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ওপর এই হামলা হয়।

“কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় নৌকার ব্যাজ পরা লোকজন আমার গাড়ি ভাঙচুর করে। তারা আমার সঙ্গীদের মারধর করে।”

সকাল পৌনে ৯টার দিকে শহরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রায় সব কেন্দ্র থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি।”

তবে আওয়ামী লীগ প্রার্থী কাজী নাবিল আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন।

নাবিল যশোর শহরের সেবা সংঘ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, “সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট উৎসব চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক।

“মিথ্যা অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে।”