ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের ভোটকেন্দ্রে গুলিতে এক তরুণ নিহত হয়েছেন; এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 09:05 AM
Updated : 30 Dec 2018, 11:37 AM

নিহত ইসরাইল হোসেন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাঈদ মিয়ার ছেলে।

ইসরায়েলের বাবা সাঈদ মিয়া বলেন, রোববার বেলা ১২টার দিকে তার ছেলে রাজঘর কেন্দ্রে ভোট দেখতে যান।

“ইসরাইল আওয়ামী লীগের কর্মী হলেও সে এখনও ভোটার হয়নি। তার বয়স ১৭ বছর। ওই কেন্দ্রে সে ভোট দেখতে গিয়েছিল। পরে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে গিয়ে দেখি মারা গেছে।”

গুলিবিদ্ধ অন্যদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন বলেন, “হাসপাতালে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তাদের মধ্যে ইসরায়েল হাসপাতালে আনার আগেই মারা যান।”

আহতদের মধ্যে রাসেল মিয়া (২৬) নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আহত অন্য দুইজনকে তাদের হাসপাতালে চিবিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের মহাজোট প্রার্থী মোক্তাদির চৌধুরী রাজঘর কেন্দ্রে গেলে একদল লোক তার ওপর হামলার চেষ্টা করে। এ সময় গোলযোগে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।”