সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

ভোটের একদিন আগে প্রচার বন্ধের মধ্যে সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে ভাংচুরের পর বিএনপির সঙ্গে তাদের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 04:24 PM
Updated : 29 Dec 2018, 04:27 PM

শনিবার সন্ধ্যার আগে পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলেল নেতাদের অভিযোগ।

আহতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার এসআই আনিসুর রহমান বলেন, ধানবান্দি মহল্লার বিএল সরকারি স্কুল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের কাছে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

“এক পর্যায়ে ক্যাম্পের চেয়ার-টেবিল ভাংচুর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুলকে মারপিট করা হয়।”

এসআই আনিসুর বলেন, এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উভয় দলের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

“এ সময় ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আওয়ামী লীগের আরেকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটে।”

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান বলেন, বিএনপি সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্প ও দুটি বসতবাড়ি ভাংচুর করেছে।

“এ ঘটনায় সাইফুল ও শুভসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।” 

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ও বসতবাড়ি ভাংচুরের অভিযোগ অবান্তর।