‘জাল টাকাসহ’ যুবদল নেতা আটক, বিএনপির দাবি ষড়যন্ত্র

শেরপুরে ‘জাল টাকাসহ’ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। তবে বিএনপি এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2018, 06:09 PM
Updated : 28 Dec 2018, 06:10 PM

আটক আব্দুল হান্নান (৪৭) জেলার গোসাইপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। ইউনিয়নের গরগরিয়া গ্রামের মফিল উদ্দিনের ছেলে তিনি।

শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, “শুক্রবার রাতে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ গরগরিয়া গ্রামে গিয়ে ১৫ হাজার টাকাসহ হান্নানকে হাতেনাতে ধরে ফেলে।

“তাকে থানায় আনার পর পরীক্ষা করে দেখা যায় টাকাগুলো জাল। হান্নান ভোটারদের টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন।”

তবে এ ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

তিনি বলেন, “আব্দুল হান্নান সহজ-সরল ও নিরীহ মানুষ। তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে পুলিশ তাকে অসুস্থ অবস্থায় আটক করে এ রকম একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হয়রানি করছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।