‘আসামি ছিনিয়ে নিতে’ পুলিশে হামলা বিএনপি নেতকর্মীর

কক্সবাজার সদরে এক ‘আসামিকে ছিনিয়ে নিতে’ পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2018, 05:40 PM
Updated : 25 Dec 2018, 05:40 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারুয়াখালী বাজারে এ ঘটনা ঘটে বলে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান।

হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।

আহতরা হলেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশের সদস্য আলতাফ হোসেন।

এসপি মাসুদ হোসেন বলেন, নাশকতার মামলার আসামি ও বিএনপির কর্মী মোহাম্মদ মোস্তফা নামের এক ব্যক্তিসহ কয়েকজনকে গ্রেপ্তারে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ভারুয়াখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযানে যায়। পরে পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে ভারুয়াখালী বাজারে নিয়ে আসে।

"মোস্তফাকে নিয়ে ভারুয়াখালী বাজারে দুই পুলিশ সদস্যকে রেখে অভিযানের দলটি অন্য আসামিদের ধরতে যায়। এই সুযোগে মোস্তফাকে ছিনিয়ে নিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ এলাকার বেশকিছু লোক লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।”

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে আভিযানে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। হামলাকারীরা তিন পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নেয়।

“পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশসহ র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।”

এসপি জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করলে হামলাকারীরা লুট করা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করেছে বলেও তিনি জানান।