গাজীপুরে আগুনে পুড়ল পাটকল

গাজীপুরের শ্রীপুরে একটি পাটকলে বড় ধরনের অগ্নিকাণ্ডে যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ পাটপণ্য পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 03:24 AM
Updated : 24 Dec 2018, 08:32 AM

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সোমবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেওয়া বাজার এলাকার সারাহ কম্পোজিট মিলস লিমিটেডে আগুন লাগে।

জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের আটটি ইউনিট সকাল ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটিতে পাটের ব্যাগ ও বস্তা তৈরি করা হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক জিয়াউল হক খান বলেন, “কারখানার ব্রেকার কার্ডের ৮ নম্বর মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাস থাকায় আগুন মুহূর্তেই পাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে কারখানা ও দুটি শেডের ভেতরে থাকা সব মালপত্র পুড়ে যায়।”

তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।